ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

হেরে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া ইন্টারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, এপ্রিল ২৮, ২০২২
হেরে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া ইন্টারের

ইতালিয়ান সিরি আ'র শীর্ষস্থান দখল নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সেই লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও দুর্বল প্রতিপক্ষের কাছে হেরে বসেছে ইন্টার মিলান।

 

বুধবার রাতে পয়েন্ট তালিকার ১৩তম স্থানে থাকা বোলোনিয়ার ঘরের মাঠে ২-১ গোলে হেরে গেছে ইন্টার মিলান।  

ম্যাচের তৃতীয় মিনিটে বারেল্লার বাড়ানো পাসে জাল খুঁজে নেন ইভান পেরিসিচ। ২৮তম মিনিটে মার্কো আর্নাতোভিচের গোলে সমতায় ফেরে বোলোনিয়া। ৮১তম মিনিটে নিকোলা সানসোনের গোল জয় নিশ্চিত করে বোলোনিয়ার। বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি ইন্টার।

এই হারে ৩৪ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানেই থাকল তারা। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। আর ৪২ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে বোলোনিয়া।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।