ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

ফুটবল

নেইমারের বিমানের জরুরি অবতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, জুন ২১, ২০২২
নেইমারের বিমানের জরুরি অবতরণ

ছুটি কাটিয়ে বার্বাডোজ থেকে ফিরছিলেন দেশে। পথেই জরুরি অবতরণ করতে হয়েছে নেইমারের ব্যক্তিগত বিমান।

যদিও পরে ভালোভাবেই অবতরণ করতে পেরেছে তার বিমানটি। খবরটি দিয়েছে ইংল্যান্ডের দৈনিক দ্য সান।  

এই ঘটনার কিছুক্ষণ আগে নিজের বোন রাফায়েলার সঙ্গে সামাজিক যোগাযেগা মাধ্যমে ছবি দিয়েছিলেন নেইমার। বিমানবন্দরের রানওয়েতে একটি বিমানের সামনে দাঁড়ানো ছবি পোস্ট করেছিলেন তারা।  

বিমানে চড়ার পরও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলেন তিনি। যদিও জরুরি অবতরণে বাধ্য হওয়া বিমানে নেইমার ছিলেন কি না সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।  

বিলাসী জীবনযাপন ও পার্টি লাইফের জন্য প্রায়ই সংবাদে উঠে আসে নেইমারের নাম। ব্যস্ত মৌসুম শেষ করে ক্লাব ও জাতীয় দলের হয়ে মৌসুম শেষে এখন অবকাশে ব্যস্ত সময় পার করছেন ব্রাজিলিয়ান তারকা।

বাংলাদেশ সময় : ২১২২, জুন ২১, ২০২২
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।