ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বিবিসি কার্যালয়ে ইনকাম ট্যাক্স কর্মকর্তাদের তল্লাশি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
ভারতে বিবিসি কার্যালয়ে ইনকাম ট্যাক্স কর্মকর্তাদের তল্লাশি 

ভারতে বিবিসি অফিসে তদন্তের অংশ হিসেবে তল্লাশি চালিয়েছে ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষ। মঙ্গলবার বিবিসি এই খবর জানিয়েছে।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে নির্মিত তথ্যচিত্র যুক্তরাজ্যে প্রচারের কয়েক সপ্তাহের মধ্যেই নয়াদিল্লি ও মুম্বাইয়ে এই তল্লাশি চলল।

২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় ওই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকা নরেন্দ্র মোদির ভূমিকা তথ্যচিত্রটিতে তুলে ধরা হয়েছে।

বিবিসি বলছে, তারা সম্পূর্ণভাবে কর্তৃপক্ষকে সহায়তা করেছে। এক বিবৃতিতে বিবিসি জানিয়েছে, তারা আশা করছে, শিগগিরই এই পরিস্থিতির সমাধান হবে।

তথ্যচিত্রটি যুক্তরাজ্যে প্রচারিত হয়েছে। তবে ভারত সরকার তাদের দেশে এই তথ্যচিত্রের ক্লিপ শেয়ার নিষিদ্ধ করার প্রচেষ্টা নেয়। তথ্যচিত্রটিকে ভারত সরকার ঔপনিবেশিক মানসিকতায় শত্রুতামূলক প্রচারণা ও ভারত বিরোধী আবর্জনা হিসেবে আখ্যা দেয়।  

গেল মাসে দিল্লিতে এই তথ্যচিত্র দেখতে জড়ো হলে পুলিশ শিক্ষার্থীদের আটক করে।  

বিরোধী কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলছেন, মঙ্গলবারের এই তল্লাশি হতাশাজনক। এতে বোঝা যায় যে মোদি সরকার সমালোচনা সহ্য করতে পারে না।

টুইট করে তিনি বলেন, এভাবে ভয় দেখানোর কৌশলের নিন্দা জানাই। এই অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণ আর চলতে দেওয়া যায় না।  

বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বিবিসিকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিপরায়ণ প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, ভারত এমন একটি দেশ, যা প্রত্যেক প্রতিষ্ঠানকে সুযোগ দেয়, যতক্ষণ না কেউ বিষ ছড়ায়।  

তিনি বলেন, এই তল্লাশি আইনসিদ্ধ। তল্লাশির সময় নিয়ে সরকারের সঙ্গে কিছুই করার নেই।  

এডিটর গিল্ড অব ইন্ডিয়া বলছে, তারা এই তল্লাশির কারণে গভীরভাবে উদ্বিগ্ন।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।