জাতিসংঘ: ভারত ও পাকিস্তান যতক্ষন না চাইবে ততক্ষন জাতিসংঘ কাশ্মীরের পরিস্থিতির উন্নয়নে কোনো পদক্ষেপ নেবে না। বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ মন্তব্য করেন।
জাতিসংঘের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সংবাদ সম্মেলনে মুন সাংবাদিকদের বলেন,‘দুই পক্ষই যখন অনুরোধ জানাবে শুধুমাত্র তখনই জাতিসংঘ কোনো উদ্যোগ গ্রহণ করবে’।
মুন আরও বলেন,‘ভারত ও পাকিস্তান আঞ্চলিক ভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী। এ দুই দেশের মধ্যে শান্তি ও নিরাপত্তা জোড়ালো হওয়া প্রয়োজন।
জুন মাস থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দীর্ঘ ৪ মাসের সহিংসতা চলছে। সহিংসতায় নিহতের ঘটনায় শোক
জানান মুন।
পাকিস্তান সন্ত্রাসীদের মদদ দিচ্ছে বলে গত সপ্তাহে অভিযোগ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা। আর এই মন্তব্যের পর ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক অবনতি ঘটে।
সোমবার পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ এক সাক্ষাৎকারে বলেন, ‘তার দেশ কাশ্মীরে যুদ্ধ করতে জঙ্গিদের প্রশিক্ষন দিয়েছে’।
ভারত বুধবার মোশাররফের উক্তির উত্তরে বলেছে, কাশ্মীরে যুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রশিক্ষন দিয়েছে এ কথাই নয়া দিল্লী এক বছর ধরে বলে আসছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১০