ওয়াশিংটন: গুয়েনতানামো বন্দীদের প্রথম বেসামরিক বিচারকাজে সব ধরনের সাক্ষী নিষিদ্ধ করা হয়েছে। একজন বিচারক আইনজীবীদের এ নির্দেশ দেন।
মার্কিন জেলা বিচারক লুইস এ কাপল্যান বুধবার এ ধরনের এক সাক্ষীকে আদালতে আসার অনুমতি দেওয়া থেকে সরকারকে বিরত রাখেন। আহমেদ খালফান ঘাইলানি নামের ওই ব্যক্তি মামলার বিবাদীর কাছে বিস্ফোরক বিক্রি করে বলে জানা যায়।
ঘাইলানিকে ২০০৪-২০০৬ সাল পর্যন্ত পরিচালিত সিআইএর একটি গোপন তদন্তের আওতায় জিজ্ঞাসাবাদের পরই তদন্তকারীরা সাক্ষী সম্পর্কে জানতে পারেন। বিবাদীর আইনজীবীরা এ তথ্য জানান।
এর পর পরই সরকার এ বিচারকাজ পিছিয়ে দেন। তবে সময়মতো রায়ের বিরুদ্ধে আপিল করার সুবিধার জন্য বুধবার বিচারকাজ শুরুর দিন ধার্য ছিলো।
বিচারক মঙ্গলবার পর্যন্ত ৬৬ জন জুরিকে কাজ থেকে অব্যাহতি দেন। তবে মামলাটি নিয়ে কারও সাঙ্গে আলোচনা না করতে তাদেরকে কঠোর নির্দেশ দেওয়া হয়।
ঘাইলানির বিরুদ্ধে ১৯৯৮ সালে আফ্রিকার দুটি মার্কিন দূতাবাসে বোমা হামলার ঘটনায় চক্রান্ত করার অভিযোগ আছে। এ ঘটনায় এক ডজন মার্কিন নাগরিকসহ ২২৪ জন নিহত হন।
কর্তৃপক্ষের সঙ্গে তার লেনদেন বিষয়ে হোসেইন আবেবে সাক্ষী দেওয়ার পর তিন সপ্তাহ আগে এর উপর এক শুনানি হয়। শুনানিতে বিচারক তিন পৃষ্ঠার রায় দেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭২৫ ঘন্টা, অক্টোবর ৭, ২০১০