বোগোতা: পেরুর স্প্যানিশ ভাষার লেখক মারিও ভার্গাস য়োসা ২০১০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার পর বলেন, এটা লাতিন আমেরিকা ও স্প্যানিশ সাহিত্যের স্বীকৃতি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুরস্কার পাওয়ার সংবাদ শুনে কলম্বিয়ান রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে য়োসা বলেন, ‘আমি এমনকি নিজেকে এই পুরস্কারের একজন প্রার্থী হিসেবেও ভাবিনি।
তিনি আরও বলেন, ‘এটা (পুরস্কার) লাতিন আমেরিকার সাহিত্য ও স্প্যানিশ ভাষার সাহিত্যের স্বীকৃতি। এ নিয়ে আমাদের সবাই খুশি হতে পারে। ’
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০