প্যারিস: ফ্রান্স সরকারের উর্ধ্বতন আইনি কর্তৃপক্ষ বৃহস্পতিবার বোরকা নিষিদ্ধ করে পাশ করা আইনটির অনুমোদন দিয়েছেন। এটা ছিলো বোরকারোধী আইনটি চালু হওয়ার পথে শেষ ধাপ।
এই অনুমোদনের মধ্য দিয়ে নারী-অধিকার রক্ষা হলেও মুসলমানদের জন্য অবমাননাকর বলে সমালোচনা করা হয়েছে।
সাংবাবিধানিক পরিষদ এর আগে সতর্ক করে জানিয়েছিলো বোরকা নিষিদ্ধ করা অসাংবিধানিক। তবে পরিষদ জানায়, আরেকবার চূড়ান্ত পর্যালোচনার পর পার্লামেন্টের দুই কই বিলটি পাস করায় এর অনুমোদন হয়ে গেছে।
পরিষদ জানায়, ‘জনসমক্ষে মুখমণ্ডল ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা ধর্মচর্চার স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়াবে না। বিশেষ করে, ওই সব প্রার্থনার স্থানে যা জনসাধারণের জন্য উন্মুক্ত।
এছাড়া পরিষদ জানায়, বোরকা নিষিদ্ধ করার আইনটি সংবিধানের পরিপন্থী নয়।
প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, এটা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যার মধ্য দিয়ে বিবেক ও ধর্মের স্বাধীনতার পাশাপাশি এই দেশের মূল্যবোধ সুরক্ষিত হলো।
বাংলাদেশ স্থানীয় সময়: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১০