কাবুল: বেসরকারি নিরাপত্তা বাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের ব্যাপক নির্ভরতা তালেবানের পকেট ভরতে সহায়তা করছে। যুক্তরাষ্ট্রের সিনেটের প্রতিবেদনের এ তথ্য জানা গেছে।
স্থানীয় নিয়োগের বিষয়টি মূল্যায়ন করতে ব্যর্থ হয়ে অধিকাংশ সময়ই ঠিকাদাররা যুদ্ধপ্রভুদের ভাড়া করেন বলেই এ ঘটনাটি ঘটে। সিনেট আর্মড সার্ভিস কমিটির প্রকাশিত প্রতিবেদন এ তথ্য জানায়।
প্রতিবেদনটিতে তাৎক্ষণিকভাবে ও জরুরি ভিত্তিতে মূল্যায়ন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়ার উন্নয়নের দাবি জানানো হয়।
প্রায় ২৬ হাজার নিরাপত্তা কর্মী এসব সংস্থাগুলোতে কাজ করে থাকে। এসব কর্মীদের অধিকাংশই আফগানিস্তানের নাগরিক।
কূটনীতিক অভিযান থেকে শুরু করে দাতা সংস্থাগুলোর সরবরাহ যানসহ প্রায় সব কাজের জন্যই আফগানিস্তানের বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো কর্মী সরবরাহ করে থাকে।
এদিকে আগস্টে আগামী চার মাসের মধ্যে এসব প্রতিষ্ঠানগুলোর অভিযান শেষ করার নির্দেশ দেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
সিনেট কমিটির চেয়ারম্যান এবং ডেমোক্রেটিক সিনেটর কার্ল লেভিন বলেন, ‘আফগানিস্তানে আমাদের বিশ্বস্ত নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো ক্রমাগতভাবে যুদ্ধবাজদের ক্ষমতা প্রদান করে চলেছে এবং তারা আফগান সরকারের চোখের আড়ালে এ কাজ করে চলেছে। ’
তিনি আরও বলেন, ‘এসব ঠিকাদাররা আমাদের বাহিনীর নিরাপত্তাকে হুমকীর মুখে ফেলাসহ আমাদের অভিযানের সাফল্যকেও ঝুঁকির মধ্যে ফেলছে। ’
এভাবে নিজস্ব আধাসামরিক বাহিনীর সাহায্যে যুদ্ধবাজদের তহবিলের জোগান দেওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের স্থিতিশীল আফগানিস্তান গঠনের ঘোষণাকেই অবহেলা করা হচ্ছে বলেও প্রতিবেদনে মন্তব্য করা হয়।
তবে নিয়োগ দেওয়ার বিষয়টি জটিল বলে এ প্রতিবেদনের প্রতিবাদ করেন বেসরকারি নিরাপত্তা ঠিকাদার বিষয়ক প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ডোগ ব্রুকস।
বিবিসি’র ওয়ার্ল্ড টুডে অনুষ্ঠানে তিনি বলেন, ‘আপনাকে যদি স্থানীয় যুদ্ধবাজদের সঙ্গে কাজ করা স্থানীয় আফগান বা দেশের অন্য অংশের এরইমধ্যে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া এমন কাউকে নিয়োগ দিতে হয়, তাহলে এখানে আপনার পছন্দ করার সুযোগ খুব কমই আছে। ’
নিরাপত্তা বহরগুলোর নিরাপত্তার জন্য ঠিকাদাররা যুদ্ধবাজদের বছরে হাজার হাজার কোটি ডলারও দেয় বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়।
এদিকে সম্প্রতি নিরাপত্তা ঠিকাদাদের উপর সজাগ দৃষ্টি রাখাসহ তাদের অর্থ ব্যয়ের বিষয়টি পর্যবেক্ষণে টাস্ক ফোর্স গঠনের অঙ্গীকার করে আফগানিস্তানে নিয়োজিত মার্কিন বাহিনী।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১০