ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মহাকাশ স্টেশনের উদ্দেশে উড়ে গেল রুশ নভোযান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০
মহাকাশ স্টেশনের উদ্দেশে উড়ে গেল রুশ নভোযান

বাইকোনুর: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রাশিয়ার একটি সয়ুজ রকেট তিনজন নভোচারী সহ শুক্রবার কাজাখস্তানের বাইকোনুর উৎক্ষেপণকেন্দ্র ছেড়ে গেছে।

রাশিয়ার মহাকাশ গবেষণা কর্মকর্তারা জানান, রকেটটি একটি হলুদ জমকালো আলো সৃষ্টি করে মস্কোর স্থানীয় সময় ০৩১১টায় রাতের আকাশে উড্ডয়ন শুরু করে।

পূর্বপরিকল্পনা অনুযায়ীই রকেট উড়ছিলো বলে তারা জানান।

সোয়ুজ টিএমএ-এম মহাকাশযানটি একটি আধুনিক সংস্করণ যেটায় চড়ে মানুষ মহাশূন্যে যেতে পারে। এই প্রথমবারের মতো এতে ডিজিটাল পরিমাপ পদ্ধতি সংযোজিত হয়েছে। নতুন করে ডিজাইন করার পর এর এটাই প্রথম উড্ডয়ন।

তিনজন ক্রুর মধ্যে ওই মহাকাশযানে একজন হলেন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন আলেক্সান্দার কালেরি। তিনি সোভিয়েত উইনিয়ন ভেঙ্গে পড়ার পর ১৯৯২ সালে সর্বপ্রথম মহাকাশ অভিযানে যান। টানা ৬১০ দিন মহাশূন্যে ভ্রমণ করেছেন।

কালেরি ইতিমধ্যে চারবার মহাকাশ ভ্রমণ করেছেন। তার সর্বশেষ ভ্রমণ ছিলো ২০০৩ সালের অক্টোবরে। তার সঙ্গে যোগ দিয়েছেন ওলেগ ক্রিপোচকা ও যুক্তরাষ্ট্রের নাগরিক স্কট কেলি। স্কট কেলি এর আগে দুইবার মহাকাশে ভ্রমণ করেন।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।