ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রামে থেকেই ১২৭ বছর বাঁচলেন দীর্ঘজীবী মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
গ্রামে থেকেই ১২৭ বছর বাঁচলেন দীর্ঘজীবী মানুষ হোসে পাওলিনো গোমেজ

গ্রামে বসবাস করেই ১২৭ বছর বাঁচলেন বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী মানুষ ব্রাজিলিয়ান হোসে পাউলিনো গোমেজ। শহর ও কোলাহল থেকে দূরে থাকতে ভালোবাসতেন তিনি।

সারা জীবন নিজের গ্রামেই কাটিয়ে দিয়েছেন তিনি। গ্রামে উৎপাদিত শস্য, শাকসবজি, ফলমূল ও মাছ-মাংস খেয়ে জীবন ধারণ করেছেন তিনি।

গত শুক্রবার (২৮ জুলাই) ১২৭ বছর বয়সে মারা যান তিনি। আর এক সপ্তাহ পর তার বয়স ১২৮ বছরে উন্নীত হতো। গোমেজ ব্রাজিলের মিনাস গেরাইসে অবস্থিত পেড্রা বনিতাতে তার বাড়িতে মারা যান। এ খবর প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক পোস্ট।

তার পরিবারের দাবি গোমেজ সম্ভবত বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। শনিবার (২৯ জুলাই) তাকে পেড্রা বনিতার কোরেগো ডস ফিয়ালহোস কবরস্থানে সমাহিত করা হয়েছিল।

১৯১৭ সালের গোমেজের বিয়ের রেজিস্ট্রির সনদ অনুসারে তার জন্ম ১৮৯৫ সালের ৪ আগস্ট।

দ্য নিউ ইয়র্ক পোস্ট বলছে,  গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে গোমেজ বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ কিনা বিষয়টি স্পষ্ট নয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, ১১৬ বছর বয়সী মারিয়া ব্রানিয়াস মোর সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি। মিসেস মোরের জন্ম ১৯০৭ সালের ৪ মার্চ।

দীর্ঘজীবী এ মানব গোমেজ সাত সন্তান ও ৭৮ জন নাতি-নাতনি রেখে গেছেন।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।