বেইজিং: শান্তিতে নোবেল জয়ী লিউ জিয়াওবোর স্ত্রীকে বেইজিং ছাড়তে বাধ্য করেছেন চীনের পুলিশ। তাকে দেশটির উত্তরপূর্বাঞ্চলের জিনঝোহ শহরে নিয়ে যাওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্রি এশিয়া রেডিওকে লিউ জিয়ার জানায়, ‘আমাকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ বাইরে অপেক্ষা করছে। আগামী কালই লিউর সঙ্গে আমার দেখা হবে বলে তারা আমাকে জানিয়েছে। ’
তাকে জিনঝোহ শহরে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ জানালেও বেইজিং এর বাইরে কোথাও তাকে গৃহবন্দী করা হতে পারে বলে জিয়া আশঙ্কা প্রকাশ করেন।
শুক্রবার পুরস্কার ঘোষণার আগেই জিনঝোহ শহরে যাওয়ার জন্য পুলিশের প্রচেষ্টাকে তিনি বাধা দেন বলে বৃহস্পতিবার রাতে তার টুইটার অ্যাকাউন্টে জানান জিয়া।
পুরস্কার ঘোষণার পর প্রায় ১শ’ জনের একটি সমর্থক দল লিউ’র বেইজিং এর বাসভবনের সামনে জড়ো হন।
এসময় ৩০ জন পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ কর্মকর্তা তাকে বাড়ির বাইরে আসতে বাধা দেন। বাড়ির বাইরে জড়ো হওয়া সাংবাদিকরা এ তথ্য জানান।
২০০৮ সালের ডিসেম্বরে খ্যাতনামা লেখক ও চীনের অন্যতম প্রধান ভিন্নমতাবলম্বী লিউ জিয়াওবোকে গ্রেপ্তার করা হয়। নাশকতার অভিযোগে তাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য লিউ এবং আরও ৩০০ জনের সহযোগিতায় ‘সনদ ০৮’ প্রকাশিত হওয়ার দু’দিন পর গ্রেপ্তারের এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও রাজনীতিবিদরা শুক্রবার ঘোষিত নোবেল শান্তি পুরস্কারকে স্বাগত জানান।
তবে চীনের আইনের চোখে দোষী লিউকে ‘অপরাধী’ উল্লেখ করে নোবেল কমিটির এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চীন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১০