কাবুল: তালেবান জঙ্গিদের সঙ্গে যুদ্ধ সমাপ্তির জন্য গঠিত শান্তি পরিষদের চেয়ারম্যান হিসেবে সাবেক প্রেসিডেন্ট বোরহানউদ্দিন রাব্বানিকে নির্বাচিত করা হয়েছে।
প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উপস্থিতিতে রোববার অনুষ্ঠিত বৈঠকে পরিষদের চেয়ারম্যান পদে সর্বসম্মতিক্রমে সাবেক রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হয়।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের বাসভবন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘উচ্চস্তরের শান্তি পরিষদের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে অধ্যাপক বোরহানউদ্দিন রাব্বানিকে পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়েছে। ’
গত জুনে সারা দেশে ৬৮ সদস্যবিশিষ্ট এ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়। ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পরিষদের কার্যক্রম শুরু হয়।
১৯৮০ সালে আফগানিস্তানে অবস্থানরত সোভিয়েত সেনাদের বিরুদ্ধে সংঘটিত ৭টি লড়াইয়ের একটিতে নেতৃত্ব দেন রাব্বানি। পরবর্তীতে ১৯৯২ সালে ছয় মাসের জন্য তাকে আফগানিস্তানের প্রেসিডেন্ট পদে নির্বাচিত করা হয়।
রাব্বানির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০