ঢাকা: শৈশবে একাধিকবার সিটিস্ক্যান করলে পরবর্তী জীবনে মস্তিষ্কের ক্যান্সার অথবা লিউকেমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তিনগুণ বাড়ে।
যুক্তরাজ্যের নিউক্যাসল ইউনিভার্সিটির নেতৃত্বে একটি গবেষকদল এ তথ্য জানিয়েছে।
ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের মেডিক্যাল রেকর্ড ঘেঁটে তারা এ পর্যবেক্ষণ পেয়েছেন। এক লাখ ৮০ হাজার শিশু কিশোর ও তরুণ রোগীর রেকর্ড পরীক্ষা নীরিক্ষা করেছেন তারা।
চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যানচেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে নিউক্যাসল ইউনিভার্সিটির টিমটি অবশ্য তাই বলে সিটিস্ক্যান না করানোর পরামর্শ দেননি। কারণ এ ঝুঁকির চেয়ে সিটিস্ক্যানের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা অনেক বেশি।
বরং তারা বলেছেন, একেবারে প্রয়োজন ছাড়া সিটিস্ক্যান না করা উচিৎ। এতে করে তেজষ্ক্রিয়তার প্রভাব কমানো যেতে পারে।
উল্লেখ্য, সিটি (কম্পিউটারাইজড টমোগ্রাফি) স্ক্যান করার সময় একটি এক্সরে টিউব রোগীর শরীরের চারদিকে ঘুরে বিভিন্ন অঙ্গের বিস্তারিত ছবি তোলে।
চিকিৎসার কাজে সিটিস্ক্যান ব্যাপকভাবে ব্যবহৃত হলেও এর ঝুঁকি নিয়ে এর আগে কখনো গবেষণা হয়নি।
গবেষক দলটি ব্রিটেনের হাসপাতালগুলোতে ১৯৮৫ থেকে ২০০২ সাল পর্যন্ত ২১ বছরের কম বয়সী রোগীদের সিটিস্ক্যান রেকর্ড সংগ্রহ করেছে। এছাড়া ২০০৯ সাল পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত এবং মৃত্যুর ঘটনার রেকর্ডগুলোও পরীক্ষা করেছে তারা।
এতো দীর্ঘ সময়ের তথ্য উপাত্ত সংগ্রহের কারণ, তেজষ্ক্রিয়তাজনিত ক্যান্সার সৃষ্টিতে অনেক সময় লাগে। তাছাড়া মস্তিষ্ক ক্যান্সার ও লিউকেমিয়া বা রক্তের ক্যান্সার খুবই বিরল।
গবেষক দলটি দেখেছে, ১০ বছরের কম বয়সী বাচ্চাদের মাথায় সিটিস্ক্যান করলে ১০ হাজারে একজনের লিউকেমিয়া এবং ব্রেইন টিউমার হওয়ার ঝুঁকি বাড়ে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুন ০৭, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর