ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সবচে পাতলা নমনীয় কাচ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, জুন ৭, ২০১২
সবচে পাতলা নমনীয় কাচ

ঢাকা: নতুন ধরনের নমনীয় ও অত্যন্ত পাতলা কাচের পাত তৈরি করেছে গরিলা গ্লাস নামে একটি মার্কিন কোম্পানি। এ কাচ মোবাইল সেটের স্ক্রিন তৈরিতে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে তারা।



কোম্পানিটি এ কাচের নাম দিয়েছে ‘উইলো গ্লাস’। এ কাচের উদ্ভাবক নিউইয়র্কের অধিবাসী কর্নি জানিয়েছেন, কাচটি এতো নমনীয় যে, কোনো বস্তুর গায়ে সহজে মোড়ানো যাবে।

সম্প্রতি বোস্টনে অনুষ্ঠিত সোসাইটি ফর ইনফরমেশন ডিসপ্লে উইকে নতুন ধরনের এ কাচ প্রদর্শন করা হয়। উদ্ভাবক কোম্পানি জানিয়েছে, পাতলা স্মার্টফোনের পাশাপাশি বক্র কোনো ডিসপ্লেতেও এ কাচের স্ক্রিন ব্যবহার করা যাবে।

বোস্টনে প্রদর্শিত কাচের পাতটি ঠিক এক চিলতে কাগজের শিটের মতো দেখতে। এর পুরুত্ব মাত্র ০.০৫ মিলিমিটার। এর আগে সবচে পাতলা ডিসপ্লের পুরুত্ব ছিল ০.২ এবং ০.৫ মিলিমিটার।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুন ০৭, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।