ডব্লিউএইচও: বিশ্বব্যাপী দরিদ্র দেশগুলোতে লাখ লাখ মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। অথচ বছরে মাত্র দুই ডলার ব্যয়ে এ রোগের চিকিৎসা দেওয়া সম্ভব।
সংস্থার মতে, উন্নয়নশীল দেশগুলোর ৭৫ ভাগ মানসিক অথবা স্মায়ুরোগে আক্রান্ত মানুষকে বছরে ব্যক্তি প্রতি গড়ে মাত্র দুই ডলার ব্যায়ে চিকিৎসা দেওয়া সম্ভব।
বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাসচিব মার্গারেট চেন বলেন, ‘আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে যে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। আসলে তা ঠিক না। বছরে ব্যক্তি প্রতি মাত্র দুই ডলার ব্যয়ে মানসিক চিকিৎসা দেওয়া সম্ভব। ’
সম্প্রতি জাতিসংঘের এ সংস্থাটি হতাশাগ্রস্ত, সাইকোসিস, ইলেপসি, অ্যালজাইমারের মতো স্মায়ুরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য প্রাথমিক সেবা দেওয়ার জন্য চিকিৎসক ও সেবিকাদের নিদের্শনা দিতে শুরু করেছে।
বিশ্বস্বাস্থ্য সংস্থার ১০০ পৃষ্ঠার রোগশয্যা সম্পর্কৃত নির্দেশনা ‘মেন্টাল হেলথ জিএপি ইন্টারভেনশন গাইড’ লক্ষ্য হলো উদ্বেগ, ভ্রান্তি, স্মৃতি শক্তি হারিয়ে ফেলা, আত্মহত্যার চিন্তা করতে এমন ব্যক্তিদের চিকিৎসা দিতে স্বাস্থ্য কর্মীদের সহয়তা দেওয়া।
এই কার্যক্রমের আওতায় রোগীরা কম খরচে স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করতে পারবে।
বিশ্বস্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিভাগের পরিচালক শেখর সাক্সেনা এ নিদের্শন তৈরীতে যে ২০০ বিশেষজ্ঞ কাজ করছেন তাদের নেতৃত্ব দিচ্ছেন।
সাক্সেনা বলেন, অধিকাংশ আফ্রিকান দেশে মনোচিকিৎসকের যথেষ্ট অভাব রয়েছে। সেক্ষেত্রে তাদেরকে অনেকটা বাধ্যতামূলকভাবে নির্ভর করতে হয় স্থানীয় এবং প্রাথমিক স্বাস্থ্য কর্মীদের ওপর।
তিনি বলেন, ‘আমরা বানিজ্যিক প্রভাব থেকে অনেকটাই মুক্ত। ’
বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে মানসিক স্বাস্থ্য সমস্যা সাধারণত নির্ণয়ের বাইরেই থেকে যায় এবং আক্রান্তদের অধিকাংশ সময় নিন্দা ও বৈষম্যের শিকার হতে হয়।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০