ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রিন্স উইলিয়াম এখন রাজকীয় বিমান বাহিনীর উদ্ধারকারী দলের ক্যাপটেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, জুন ৭, ২০১২
প্রিন্স উইলিয়াম এখন রাজকীয় বিমান বাহিনীর উদ্ধারকারী দলের ক্যাপটেন

ঢাকা : ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ব্রিটিশ রয়েল এয়ার ফোর্সের উদ্ধারকারী দলের ক্যাপটেন হিসেবে পদোন্নতি লাভ করেছেন।

গত ২৯ মে এ সংক্রান্ত সব পরীক্ষা সমাপ্ত শেষে তাকে ব্রিটিশ বিমান বাহিনীর উদ্ধারকারী দলের ক্যাপটেন হিসেবে পদোন্নতি দেওয়া হয়।



রাজকীয় বিমানবাহিনীতে ফ্লাইট লেফট্যানান্ট ওয়েলস নামে পরিচিত প্রিন্স উইলিয়াম এখন থেকে রয়েল এয়ার ফোর্সের অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সি কিং হেলিকপ্টারের নেতৃত্ব দেবেন।

প্রিন্স উইলিয়াম বর্তমানে রয়েল এয়ারফোর্সের ২২ তম স্কোয়াড্রনে সি কিং হেলিকপ্টারের কোপাইলট হিসেবে উত্তর ওয়েলসে দায়িত্ব পালন করছেন।

এ পদোন্নতির পথে প্রিন্স উইলিয়ামকে ভূমিতে ও আকাশে ব্যাপক পরীক্ষার সম্মুখীন হতে হয়। মূলত সিং কিং হেলিকপ্টারের পাইলট হিসেবে তার দুই বছরের অভিজ্ঞতার ওপর এই পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে রাজকীয় বিমান বাহিনী সূত্রে জানা যায়।

২০১০ সালের সেপ্টেমবারে তিনি রাজকীয় বিমান বাহিনীর ২২তম স্কোয়াড্রনে যোগ দেন। প্রিন্স উইলিয়ামের এই পদোন্নতির ব্যাপারে ২২তম স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার উইং কমান্ডার মার্ক ডানলপ বলেন, যে কোনো তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনায় নেতৃত্ব দেওয়ার ব্যাপারে প্রিন্স অব ওয়েলস প্রয়োজনীয় সব মান অর্জন করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ০৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।