ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে চালকবিহীন বিমান হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০
পাকিস্তানে চালকবিহীন বিমান হামলায় নিহত ৭

মিরানশাহ: পাকিস্তানের আদিবাসী অঞ্চল উত্তর ওয়াজিরিস্তানে রোববার চালকহীন মার্কিন বিমান হামলা চালিয়েছে। হামলায় সাত জঙ্গি নিহত হয়েছেন বলে একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।



মিরানশাহের মূল শহর থেকে ৪০ কিলোমিটার দূরে শিওয়া জেলায় ওই হামলা হয়।

মিরানশাহের একজন গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে জানান, চালক বিহীন বিমান থেকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা দুটি গাড়ি ও আশেপাশের জায়গা ধ্বংস হয়ে গেছে।

এদিকে পেশোয়ারের একজন গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে নিশ্চিত করে বলেন, ‘কমপক্ষে ৭ জঙ্গি নিহত ও আরও তিনজন আহত হয়েছেন’।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের গুরুত্বপূর্ণ স্থাপনায় কমান্ডো স্টাইলে জঙ্গি-হামলা চালানো হতে পারে - এধরনের খবর প্রকাশের পর মাকির্ন বাহিনী আফগান সীমান্তের কাছে পাকিস্তানের প্রত্যন্ত উত্তর পশ্চিম আদিবাসী অঞ্চলে চালকবিহীন বিমানের হামলা বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।