ঢাকা: আফ্রিকার মধ্যাঞ্চলীয় রাষ্ট্র ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। দেশের পূর্বাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত এলাকায় শুরু হওয়া এ সংঘাতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে।
কঙ্গো কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে ,সাবেক মাই মাই বিদ্রোহীরা সেনাবাহিনীর ওপর হামলা চালালে এই সংঘর্ষ শুরু হয়। মাই মাই বিদ্রোহীরা সম্প্রতি কঙ্গোর সেনাবাহিনী থেকে বেরিয়ে যাওয়া সাবেক জেনারেল বস্কো নগাঙ্গার সঙ্গে জড়িত বলে জানিয়েছে তারা।
কঙ্গোর সেনাবাহিনী থেকে কয়েক সপ্তাহ আগে দলবল নিয়ে বিদ্রোহ করে বেরিয়ে যান জেনারেল বস্কো। তিনি ও তার অধীনস্থ বিদ্রোহীরা এখন কঙ্গোর পূর্বাঞ্চলে অবস্থান করছেন বলে জানা গেছে। ধারণা করা হয় কঙ্গোর প্রতিবেশি রুয়ান্ডা জেনারেল বস্কোকে সহায়তা দিচ্ছে। এই বিদ্রোহকে কেন্দ্র করে ইতিমধ্যেই উভয় দেশের সম্পর্ক এখন সঙ্কটের মুখে বলে জানা গেছে।
গত দুই মাসের সংঘাতে এ এলাকা থেকে কমপক্ষে এক লাখ লোক বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছেন। কঙ্গোর এক সরকারি মুখপাত্র জানান, মাই মাই বিদ্রোহীরা মঙ্গলবার সকালে কঙ্গোর উত্তর কিভু প্রদেশে অবস্থিত একটি সেনা ঘাঁিটতে হামলা চালিয়ে ১১ সেনাকে হত্যা করে। তবে সেনাবাহিনীর পাল্টা হামলা চালিয়ে তাদের প্রতিহত করে । এসময় সেনাবাহিনীর হামলায় ৮ বিদ্রোহী নিহত হয় বলে দাবি করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জুন ০৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর