ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বেলুচিস্তানের কোয়েটায় বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, জুন ৭, ২০১২
বেলুচিস্তানের কোয়েটায় বিস্ফোরণে নিহত ৮

ঢাকা: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি ধর্মীয় বিদ্যালয়ের সামনে বোমা বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ৮ জন। পুলিশ জানিয়েছে রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণটি ঘটানো হয়।

বৃহস্পতিবারে সংঘটিত বিস্ফোরণটিতে আহত হয়েছেন কমপক্ষে আরো ২০ জন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বিদ্যালয়ের পাঠ সম্পন্ন করা শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান চলাকালে ধর্মীয় বিদ্যালয়টির ফটকের বাইরে বোমাটি বিস্ফোরিত হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা হামিদ শাকিল আন্তর্জাতিক সংবাদসংস্থাকে জানান বোমা বিস্ফোরণে আটজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। রিমোট কন্ট্রোলের সাহায্যে বোমাটিকে বিস্ফোরিত করা হয় বলে নিশ্চিত করেন তিনি।

বেলুচিস্তান প্রদেশের সঙ্গে ইরান ও আফগানিস্তানের সীমান্ত অবস্থিত। শিয়া-সুন্নি দ্বন্দ্ব ও তালেবান সংশ্লিষ্ট সংঘাতের কারণে পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটি প্রায়ই খবরের শিরোনাম হয়।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জুন ০৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।