ঢাকা:ওবামা প্রশাসন সোমালিয়ার সরকার বিরোধী ইসলামপন্থি বিদ্রোহী গ্রুপ আল শাবাবের শীর্ষ নেতাদের মাথার ওপর পুরস্কার ধার্য করার ঘোষণা দিয়েছে। গ্রুপটির শীর্ষ সাত নেতার মাথার ওপর এই পুরস্কার ঘোষণা করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এই সাত নেতার মাথার ওপর মোট ৩ কোটি ৩০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। আল শাবাবের কোনো নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা এই প্রথম বলে জানিয়েছে সংবাদমাধ্যম। তাদের বিরুদ্ধে সোমালিয়া, উগান্ডা এবং কেনিয়ায় সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী আল শাবাবের প্রতিষ্ঠাতা আহমেদ আব্দি আ মোহাম্মদের ওপর সত্তর লাখ ডলার, তার প্রধান দুই সহযোগী মোহামুদ এবং মোখতার রোবোর ওপর ৫০ লাখ ডলার এবং জাকারিয়া ইসমাইল, আহমেদ হারসি এবং আব্দুল্লাহি ইয়ারের ওপর ৩০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করা হয়।
চলতি বছরের শুরুতে আল কায়েদা ও আল শাবাব একীভূত হওয়ার ঘোষণা দেয়। ধারণা করা হচ্ছে এর ফলে উভয় সংগঠনের শক্তি আরো বৃদ্ধি পেয়েছে। আল শাবাবে স্থানীয় যোদ্ধাদের পাশাপাশি বহুসংখ্যক বিদেশী যোদ্ধা আছে বলে ধারণা করা হয়। পোড় খাওয়া এ সব যোদ্ধার ইরাক ও আফগানিস্তানে লড়াই করার অভিজ্ঞতা আছে বলে ধারণা করা হয়।
আল কায়েদার সঙ্গে আল শাবাবের একীভূত হওয়ার ঘোষণা দেওয়ার পর গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় তারা আল শাবাবের কর্মকাণ্ডের ওপর সর্তক দৃষ্টি রাখছে।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘন্টা, জুন ০৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর