দুবাই: ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তাঁর স্বামী এডিনবার্গের ডিউক প্রিন্স ফিলিপ আগামী নভেম্বরে সংযুক্ত আরব-আমিরাত ও ওমান সফর করবেন। ব্রিটেনের দূতাবাস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘রানী ও প্রিন্স পুরো শরৎকাল শেখ খলিফা বিন যায়েদ আল-নাহিয়ানের আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাত এবং সুলতান কাবুস বিন সাইদের আমন্ত্রণে ওমান সফর করবেন। ’
দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এ বিবৃতিতে আরও বলা হয়, ‘তারা ২৪-২৫ নভেম্বর আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও ২৫-২৮ নভেম্বর মাসকট সফর করবেন। ’
সংযুক্ত আরব-আমিরাত এবং ওমানে এটা হবে তাদের দ্বিতীয় সফর। ওমান সফরকালে তারা দেশটির সুলতানের শাসনকালের ৪০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন।
১৯৭১ সালে স্বাধীনতার আগ পর্যন্ত সংযুক্ত আরব-আমিরাতের সাতটি অঞ্চল ব্রিটেনের আওতাধীন ছিলো। একইসঙ্গে ব্রিটেনের সঙ্গে ওমানের গভীর অর্থনৈতিক ও সামরিক সম্পর্কের ইতিহাস আছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০