ঢাকা: গত এপ্রিল থেকে শুরু হওয়া ব্যাপক তাপ প্রবাহ ও প্রচন্ড গরমের কারণে ভারতের মধ্য-দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশে ২৩৬ জন মানুষ মারা গেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এ সময় রাজ্যের কোনো কোনো স্থানে তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়।
রাজ্যের ভিশাখাপট্টম জেলায় মারা গেছে ৫০ জন। সাম্প্রতিক তাপ প্রবাহে এই জেলাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া আদিলাবাদ এবং পূর্ব গোদাবরি জেলায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে উঠে যাওয়ায় পরিস্থিতি শোচনীয় রুপ নেয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
গরমে ২৩৬ জন মারা যাওয়ার ঘটনায় এখনও কোনো মন্তব্য করেননি রাজ্যের জরুরি কর্তৃপক্ষের প্রধান টি রাধা।
বাংলাদেশ সময়:২০৩০ ঘণ্টা, জুন ০৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর