ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গরম ও তাপ প্রবাহে বিপর্যস্ত অন্ধ্র প্রদেশে: মারা গেছে ২৩৬ জন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৯, জুন ৭, ২০১২
গরম ও তাপ প্রবাহে বিপর্যস্ত অন্ধ্র প্রদেশে: মারা গেছে ২৩৬ জন

ঢাকা: গত এপ্রিল থেকে শুরু হওয়া ব্যাপক তাপ প্রবাহ ও প্রচন্ড গরমের কারণে ভারতের মধ্য-দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশে ২৩৬ জন মানুষ মারা গেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এ সময় রাজ্যের কোনো কোনো স্থানে তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়।

তবে গত কয়েকদিন আগে এ অঞ্চলে মৌসুমি বৃষ্টিপাত শুরু হওয়ায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে বলে জানা গেছে। এর মধ্যেও গত দুই দিন ধরে রাজধানী হায়দরাবাদে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ওঠানামা করছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে আগামী দশদিন রাজ্যের উপকূলীয় এলাকা ও তেলেঙ্গানা অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে।

রাজ্যের ভিশাখাপট্টম জেলায় মারা গেছে ৫০ জন। সাম্প্রতিক তাপ প্রবাহে এই জেলাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া আদিলাবাদ এবং পূর্ব গোদাবরি জেলায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে উঠে যাওয়ায় পরিস্থিতি শোচনীয় রুপ নেয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

গরমে ২৩৬ জন মারা যাওয়ার ঘটনায় এখনও কোনো মন্তব্য করেননি রাজ্যের জরুরি কর্তৃপক্ষের প্রধান টি রাধা।

বাংলাদেশ সময়:২০৩০ ঘণ্টা, জুন ০৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।