ঢাকা: গ্রিসের চরম ডানপন্থি রাজনৈতিক দল থেকে নির্বাচিত এক পার্লামেন্ট সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। টেলিভিশন টক শো চলাকালীন সময় বামপন্থি এক নারী রাজনীতিকের মুখে উপর্যুপরি থাপ্পড় মারেন চরম ডানপন্থি ওই পার্লামেন্ট সদস্য।
ইলিয়াস কাসিদিয়ারিস নামের ওই রাজনীতিক গত মাসে অনুষ্ঠিত গ্রিসের পার্লামেন্ট নির্বাচনে চরম ডান গোল্ডেন ডন পার্টি থেকে নির্বাচিত হন।
সম্প্রতি টেলিভিশনে প্রচারিত একটি চ্যাট শোতে বামপন্থি দুই নারী রাজনীতিকের সঙ্গে অংশ নেন তিনি। টক শো চলাকালীন সময়েই এ অপকর্ম ঘটান তিনি। টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা গেছে তিনি প্রথমে এক নারী রাজনীতিককে লক্ষ করে গ্লাস থেকে পানি নিক্ষেপ করেন এবং যখন আরেক নারী রাজনীতিক সেখানে হস্তক্ষেপ করে, তখন তিনি তার মুখে পরপর তিনটি থাপ্পড় মারেন।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে টক শো চলাকালীন সময়ে বামপন্থি সিরিযা পার্টির এক নারী সদস্য ইলিয়াস কাসিদিয়ারিসের বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি ২০০৭ সালে একটি সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন। এতে উত্তেজিত কাসিদিয়ারিস তার সামনে টেবিলে রাখা গ্লাস উঠিয়ে ওই নারী রাজনীতিকের মুখে পানি নিক্ষেপ করেন। সেখানে উপস্থিত গ্রিক কমিউনিস্ট পার্টির সদস্য লিয়ানা কানেলি এসময় তার ওপর সংবাদপত্র নিক্ষেপ করলে তিনি ওই নারী রাজনীতিকের মুখে পরপর তিনটি থাপ্পড় বসিয়ে দেন। সেখানে উপস্থিত এক সাংবাদিক জানান চ্যাট শোতে উপস্থিত অন্যান্যরা এসময় কাসিদিয়ারিসকে আটকাতে ব্যর্থ হন।
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া নির্বাচনে গোল্ডেন ডন ৭ শতাংশ ভোট পেয়ে পার্লামেন্টে ২১ টি আসন লাভ করে। গত ৬ মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুন ০৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর