ঢাকা : নতুন সংবিধান প্রণয়নের জন্য প্যানেল গঠনে ঐকমত্যে পৌঁছেছে মিশরের রাজনৈতিক দলগুলো। একশ’ সদস্যের সংবিধান প্রণয়ন কমিটি গঠনে বিভিন্ন রাজনৈতিক দল এবং গ্রুপ থেকে কতোজন করে প্রতিনিধি নেওয়া হবে সে ব্যাপারে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে।
গত বৃহস্পতিবার দেশের ২২টি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ক্ষমতাসীন মিলিটারি সুপ্রিম কাউন্সিলের প্রধান হুসেইন তানতাওয়ির মধ্যকার দীর্ঘ আলোচনা শেষে এ সিদ্ধান্ত হয়।
সদস্য নির্বাচনের জন্য আগামী মঙ্গলবার সংসদ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন তানতাওয়ি।
অবশ্য গত মার্চে একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু এ কমিটি মিশরীয় সমাজের প্রতিনিধি নয় এমন অভিযোগের প্রেক্ষিতে এপ্রিলে আদালতের আদেশে তা ভেঙে দেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুসারে একশ’ সদস্যের এই প্যানেলে রাজনীতিবিদ, সেনা ও পুলিশ সদস্য, বিচারকসহ জনপ্রতিনিধিরাও অন্তর্ভূক্ত হবেন বলে জানা গেছে।
ঐকমত্য অনুযায়ী, সংবিধান প্রণয়ন কমিটিতে সংসদ সদস্যদের জন্য ৩৯টি আসন সংরক্ষিত থাকবে। সংসদে মোট আসনের ভিত্তিতে এগুলো বণ্টিত হবে। সে হিসাবে সংসদে সংখ্যাগিরষ্ঠ মুসলিম ব্রাদারহুডের জাস্টিস অ্যান্ড ফ্রিডম পার্টি থেকে নেওয়া ১৬ সাংসদ আর সালাফিপন্থি নূর পার্টি থেকে ৭ জন সাংসদ প্যানেলে থাকবেন।
বাকি আসনগুলো সংবিধান বিশেষজ্ঞ, মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং অন্যান্য গ্রুপের প্রতিনিধিদের মধ্যে বণ্টন করা হবে।
ঐকমত্যে আরো বলা হয়েছে, নতুন সংবিধানের ব্যাপারে গৃহীত যেকোন সিদ্ধান্ত কার্যকর করতে হলে প্যানেলের কমপক্ষে ৬৭ শতাংশ সদস্যের সমর্থনের প্রয়োজন হবে।
উল্লেখ্য, গত বছর স্বৈরশাসক হোসনি মোবারককে উৎখাতের পর পুরনো সংবিধান বাতিল ঘোষণা করা হয়। নতুন সংবিধানে মিশরের ধর্মীয় ও সংখ্যালঘু নৃগোষ্ঠীগুলোর অধিকারের প্রতি গুরুত্বারোপ করা হবে। এছাড়া নির্বাচিত প্রেসিডেন্ট, সর্বোচ্চ আদালত এবং পার্লামেন্টের মধ্যেও ক্ষমতার ভারসাম্য রাখা হবে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ০৮, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর