ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মেক্সিকোতে খণ্ড-বিখণ্ড ১৪ লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, জুন ৮, ২০১২
মেক্সিকোতে খণ্ড-বিখণ্ড ১৪ লাশ উদ্ধার

ঢাকা: মেক্সিকোর উত্তর পূর্ঞ্চলীয় রাজ্য তামাওলিপাসে একটি পরিত্যক্ত কার্গো থেকে ১৪টি খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সরকারি কৌঁসুলি সংবাদ মাধ্যমকে এ খবর জানিয়েছেন।

এ হত্যাযজ্ঞের সঙ্গে মাদক সন্ত্রাসের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশের এক কর্মকর্তা সিউদাদ মান্তে শহরে বেআইনিভাবে পার্ক করা ওই কার্গোতে মৃতদেহগুলো সনাক্ত করেন।

সিউদাদ শহরে প্রায় দশ হাজার মানুষের বাস। শহরটি তামাওলিপাসের দক্ষিণে এবং রাজধানী মেক্সিকো সিটি থেকে ৩শ’ ৭০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এলাকা থেকে গত এপ্রিলের মাঝামাঝি পুলিশ খণ্ড-বিখণ্ড ১০টি লাশ উদ্ধার করেছিল।

পুলিশ মৃতদেহগুলোর পাশে পড়ে থাকা কম্বলের নিচে চাপা একটি চিরকুট উদ্ধার করেছে। তবে তাতে কী লেখা রয়েছে সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি।

উল্লেখ্য, ২০০৬ সালে মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ কালদেরন মাদক সন্ত্রাসীদের নির্মূল করতে সেনাবাহিনী নামানোর পর নানা সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

তবে এর অধিকাংশই নিহত হয় মাদক চোরাকারবারি প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে সংর্ঘষের কারণে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জুন ০৮, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।