ঢাকা: মালাবির পরিবর্তে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের (এইউ) সম্মেলন অনুষ্ঠানের অনুরোধ জানালেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির।
আগামী ৯ ও ১০ জুলাই মালাবির রাজধানীতে এইউ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।
আসন্ন এইউ সম্মেলনে সুদানের প্রেসিডেন্ট বশিরকে আমন্ত্রণ জানানো হবে না- মালাবির প্রেসিডেন্টের এ বক্তব্যের পর এইউ সদর দপ্তর আদ্দিস আবাবায় সম্মেলন অনুষ্ঠানের অনুরোধ জানালেন বশির।
উল্লেখ্য, মালাবির সাবেক প্রেসিডেন্ট মুতারিকার মৃত্যুর পর সুদান-মালাবি সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়। তার ওপর প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।
এদিকে আসন্ন এইউ সম্মেলনে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে চলমান সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা হবে সুতরাং সম্মেলনে সুদানের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সুদানি পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে সুদান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পায় দক্ষিণ সুদান।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ০৮, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর