ঢাকা: দ্বিপাক্ষিক বন্ধুত্ব চুক্তির মেয়াদ আরও দশ বছর বাড়ালো কাজাখস্তান ও রাশিয়া। কাজাখস্তানের রাজধানী আস্তানায় গত বৃহস্পতিবার এ চুক্তি স্বাক্ষর করে উভয় দেশের প্রেসিডেন্ট।
এ চুক্তির মধ্য দিয়ে পারস্পরিক সহযোগিতা এবং সংহতি জোরদার করার ব্যাপারে একমত হয়েছে এ দু’টি দেশ।
প্রসঙ্গত, কাজাখস্তান ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্ব চুক্তি সর্বপ্রথম স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে। বর্তমান চুক্তির মধ্য দিয়ে পূর্বের চুক্তির মেয়াদ আরও বাড়িয়ে নেওয়া হয়েছে।
একই সঙ্গে আগামী কয়েক বছরের মধ্যে দু’দেশের বাণিজ্যিক লেনদেন ২ হাজার ৪শ’ কোটি মার্কিন ডলার থেকে ৪ হাজার কোটি ডলারে উন্নীত করার পরিকল্পনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভ।
বাইনোকুর স্পেস সেন্টারের অবকাঠামো সংরক্ষণের ব্যাপারেও সমঝোতায় পৌঁছেছে দু’দেশের প্রেসিডেন্ট। রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকসমস এখান থেকেই তাদের মহাকাশযানগুলো উৎক্ষেপণ করে।
চুক্তি নবায়নের ব্যাপারে নাজারবায়েভ বলেন, জ্বালানি, পরমাণু, মহাকাশ শিল্প এবং কাস্পিয়ান সাগর থেকে প্রাকৃতিক সম্পদ আহরণে উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতেও জোর দেবেন তারা।
রাশিয়ার সহযোগিতায় কাজাখস্তানে পরমাণু স্থাপনা তৈরির ব্যাপারটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন নাজারবায়েভ।
স্বাধীনতার পর থেকেই রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে আসছে কাজাখস্তান।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ০৮, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর