ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পেশোয়ারে বোমা হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, জুন ৮, ২০১২
পেশোয়ারে বোমা হামলায় নিহত ১৪

ঢাকা: পাকিস্তানের পেশোয়ারে একটি যাত্রাবাহী বাসে বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। শুক্রবারের এ ঘটনায় আহত হয়েছে আরো ৩৬ জনের বেশি মানুষ।

কর্মকর্তারা জানিয়েছেন, গুলবেলা শহরের চারসাদ্দা সড়কে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে হামলা হয়। বাসটি পেশোয়ার থেকে চারসাদ্দার নিকটবর্তী শহরে যাচ্ছিল। বিস্ফোরণে বাসটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

আহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। তাদের চিকিৎসার জন্য নিকটবর্তী লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়েছে।

বিস্ফোরণস্থলটি পুলিশ ঘিরে রেখেছে। উদ্ধারকর্মীরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে।

উপজাতি অধ্যুষিত পেশোয়ার অঞ্চলটি তালেবান ও আল কায়েদা গোষ্ঠীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ০৮, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।