কোপিয়াপো: চিলির খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য রোববার ৭শ মিটার গভীরে নামানো হয়েছে ধাতবখাঁচা ফিনিক্স। খাঁচাটি একজন মানুষের সমান চওড়া।
চিলির খনিমন্ত্রী লরেন্স গোলবর্ন রোববার উদ্ধারকর্মীদের কাজ তদারকি করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘এখনো উল্লাস করার সময় আসেনি। যখন আটকে পড়া শেষ শ্রমিকটিকে উদ্ধার করা সম্ভব হবে, তখনই কেবল উল্লাস করা যাবে। ’
প্রকৌশলীরা জানান, খনির এতো গভীর থেকে আটকে পড়াদের উদ্ধারের তৎপরতা ইতিহাসে এটাই প্রথম। বিশ্বে প্রথমবারের মতো ক্যাপসুল আকৃতির কোনো ধাতবখাঁচা দিয়ে খনিতে এতো দীর্ঘদিন ধরে আটকে পড়া কাউকে উদ্ধার করা হচ্ছে।
শনিবার সন্ধ্যায় খনির শেষ ধাপের ছাদ ছিদ্র করার পর উদ্ধারকর্মীরা উল্লাসে ফেটে পড়েন। এসময় আটকে পড়াদের স্বজনেরা নেচে-গেয়ে, পতাকা নেড়ে তাদের অনুভূতি প্রকাশ করেন। শুধু তাই নয়, চিলির রাজধানী সান্তিয়াগোসহ সারা দেশের মানুষ এসময় আনন্দে ফোটে পড়লেন।
প্রকৌশলীরা জানান, বুধবার ধাতবখাঁচা ‘ফিনিক্স’ পৌঁছে যাবে একেবারে খনিতে আটকে পড়াদের কাছ বরাবর। । তারপর একজন একজন করে শ্রমিক পৃথিবীর আলো-বাতাস নতুন করে দেখবেন।
প্রসঙ্গত, চিলির দক্ষিণাঞ্চলীয় শহর আতকামার সান হোস সোনা ও তামার খনি। এখানেই ৩৩ খনি শ্রমিক গত ৫ আগস্ট থেকে আটকা পড়ে আছেন।
বাংলাদেশ সময়: ১৩৫০ঘণ্টা, অক্টোবর ১০.১০১০