ঢাকা: পেরুর দক্ষিণাঞ্চলের আকাশে আন্দিজ পর্বতমালা এলাকায় ১৪ জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টারটিতে আট জন দক্ষিণ কোরীয় এবং বাকিরা চেক প্রজাতন্ত্র, সুইডেন এবং নেদারল্যান্ডসের নাগরিক ছিলেন।
কর্মকর্তারা আরো জানিয়ছেন, হেলিকপ্টারটি গত বুধবার সন্ধ্যার দিকে মাসুকু শহর থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মাদ্রে দে দিওসের উদ্দেশে ছেড়ে যায়। এটি আন্দিজের পর্যটন এলাকা সুসকোতে যাওয়ার কথা থাকলেও পরে গন্তব্যে পৌঁছায়নি।
ধারণা করা হচ্ছে, প্রত্যন্ত হুয়ালা হুয়ালা এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে থাকতে পারে।
হেলিকপ্টারটি হেলিসুসকো কোম্পানির। কোম্পানির মুখপাত্র ইয়াশিংগা তুয়েজ নিখোঁজের খবর নিশ্চিত করেছেন। ১৪ আরোহীর মধ্যে দু’জন পেরুভিয়ান বৈমানিক আছেন বলে জানান তিনি।
পেরুর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। তবে কোনো আরোহী নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি তারা।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুন ০৮, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর