ঢাকা: ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার ওপর সেনা সদস্যদের এলোপাতাড়ি গুলিতে ১ জন বেসামরিক নিহত ও ১৭ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ এ খবর নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গত বুধবার দুই সেনা সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু আহত হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতার ছুরিকাঘাতে এক সেনা মারা যায় এবং অপর জন মারাত্মকভাবে আহত হয়।
পুলিশের মুখপাত্র সৌদ উসমান জানান, এ ঘটনার জেরে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে দু’টি গাড়িতে করে বেশ কিছু সংখ্যক সেনা বেসামরিক লোকদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। তারা বেশ কিছু বাড়িঘর ও দোকানপাটও জ্বালিয়ে দেয়।
জয়াবিজয়া জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জন ওয়েতিপো জানান, বৃহস্পতিবার সকালে সেনারা প্রায় ৩৭টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
তবে বেসামরিক লোকেদের ওপর কোন ধরনের হামলার কথা অস্বীকার করেছেন প্রাদেশিক সেনাবাহিনীর মুখপাত্র।
প্রসঙ্গত, ১৯৬৯ সালে পাপুয়া প্রদেশটি দখলের পর থেকেই সেখানে স্থানীয় সেনাবাহিনীর স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুন ০৮, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আ্লম, নিউজরুম এডিটর