ঢাকা: আসন্ন আফ্রিকান ইউনিয়ন সম্মেলন আয়োজন না করার ঘোষণা দিয়েছে মালাবি। সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে জারিকৃত আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির গ্রেফতারি পরোয়ানা তামিলকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে মালাবির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
আগামি জুলাইয়ে মালাবিতে আফ্রিকার রাষ্ট্রগুলোর সবচেয়ে বড় জোট আফ্রিকান ইউনিয়নের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু এ সম্মেলনে সুদানের প্রেসিডেন্টের সম্ভাব্য উপস্থিতির ব্যাপারে বির্তক সৃষ্টি হয়। মালাবির পক্ষ থেকে এর আগে জানানো হয়, আইসিসির বাধ্যবাধকতার কারণে তারা সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে তাদের দেশে অভ্যর্থনা জানাবে না। এতে ক্ষুব্ধ হয়ে এইউ সম্মেলন মালাবির বদলে সংস্থার প্রধান কার্য্যালয় ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় সরিয়ে নেওয়ার আহবান জানান প্রেসিডেন্ট ওমর আল বশির।
সুদানের দক্ষিণাঞ্চলীয় দারফুরে যুদ্ধপরাধ সংঘটনের দায়ে ওমর আল বশিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। তবে সম্মেলন চলাকালীন সময়ে এই গ্রেফতারি পরোয়ানা কার্যকর না করার ব্যাপারে এইউ’র পক্ষ থেকে মালাবির প্রতি আহবান জানানো হয়। এর পরিপ্রেক্ষিতেই দেশটি সম্মেলন আয়োজন থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এ প্রসঙ্গে দেশটির ভাইস প্রেসিডেন্ট কামবো কাচালি বলেন, ‘আফ্রিকান ইউনিয়নের প্রতি বাধ্যবাধকতা থাকার পাশাপাশি আমাদের অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিও বাধ্যবাধকতা আছে। ’
উল্লেখ্য মালাবি আইসিসির সদস্য রাষ্ট্র । তবে এর আগে আফ্রিকার রাষ্ট্র শাদ, কেনিয়া ও জিবুতি আইসিসির সদস্য রাষ্ট্র হলেও বশিরের বিরুদ্ধে জারি করা আইসিসির গ্রেফতারি পরোয়ানা তামিলের ব্যাপারে অস্বীকৃতি জানায়।
মালাবির প্রয়াত সাবেক প্রেসিডেন্ট বিনগু ওয়া মুথারিকাও বশিরের গ্রেফতারি পরোয়ানা কার্যকরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তিনি গত এপ্রিলে মারা যাওয়ার পর পরবর্তী প্রেসিডেন্ট জয়সে বান্দা পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার বেশ কিছু উদ্যোগ নেন। এর অংশ হিসেবেই তিনি পশ্চিমা বিরোধী হিসেবে পরিচিত ওমর আল বশিরকে তার দেশে অভ্যর্থনা জানাতে অনাগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জুন ০৮, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর