ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বেসামরিক আফগান হতাহতের ঘটনায় ন্যাটোর দু:খ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৪, জুন ৮, ২০১২
বেসামরিক আফগান হতাহতের ঘটনায় ন্যাটোর দু:খ প্রকাশ

ঢাকা: বিমান হামলায় বেসামরিক আফগান নাগরিক নিহত হওয়ার ঘটনায় দু:খ প্রকাশ করেছে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার জেনারেল জন অ্যালেন। সম্প্রতি আফগানিস্তানের লোগার প্রদেশে ন্যাটো বাহিনী পরিচালিত এক নৈশ অভিযানের সময় বেসামরিক অবস্থান লক্ষ করে বিমান হামলা চালানো হয়।

এতে নারী ও শিশু সহ একই পরিবারের ১৬ সদস্য নিহত হয়।

ন্যাটো বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কার্সটেন জ্যাকবসন একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানান, এই ঘটনায় সমবেদনা প্রকাশের জন্য যুক্তরাষ্ট্র বাহিনীর কমান্ডার জেনারেল জন অ্যালেন ঘটনাস্থলে লোগার প্রদেশে উড়ে যান।   সেখানে তিনি স্থানীয় নেতৃবৃন্দ ও উপজাতীয় গোত্র প্রধানদের সঙ্গে দেখা করে বেসামরিক মানুষ নিহত হওয়ার ব্যাপারে দু:খ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন।

এদিকে আফগানিস্তানে বেসামরিক লোক হতাহতের ঘটনায় ন্যাটোর বিতর্কিত নৈশ অভিযান নিয়ে পুনরায় বির্তক সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই চীন সফররত আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ জারদারি তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জুন ০৮, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।