ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় পুলিশ হেডকোয়ার্টারে গাড়ি বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৪, জুন ৮, ২০১২

ঢাকা: নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় মাইদুগুরি নগরীর পুলিশ হেডকোয়ার্টারে এক আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী নগরীতে বিদ্রোহী বোকো হারাম গ্রুপের বিভিন্ন আস্তানায় অভিযান শুরু করে।

এ সময় নগরী জুড়ে গোলাগুলির আওয়াজ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় অধিবাসীরা।

নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় মাইদুগুরি নগরী বোকো হারাম বিদ্রোহীদের শক্ত ঘাঁিট হিসেবে পরিচিত। বিদ্রোহী দমনে শহর জুড়ে ব্যাপক নিরাপত্তা উপস্থিতির মধ্যেই এই হামলা পরিচালিত হলো। তবে হামলার দায়দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি বলে জানা গেছে।

গত ২১ মাস ধরে বোকো হারাম বিদ্রোহীরা নাইজেরিয়ার বিভিন্ন সরকারি অবস্থান লক্ষ্য করে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে। স্থানীয় ভাষায় বোকো হারাম শব্দের অর্থ হলো ‘পশ্চিমা শিক্ষা ও সংস্কৃতিকে না বলুন। ’ বিদ্রোহী গ্রুপটি সমগ্র নাইজেরিয়া জুড়ে শরিয়া আইন চালুর জন্য লড়াই করছে।

এদিকে বোমা বিস্ফোরণের প্রত্যক্ষদর্শী আলি আলহাজ্ব সংবাদমাধ্যমকে জানান বিস্ফোরণে অনেক লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ সদস্য যাদের মধ্যে কয়েকজন নারীও রয়েছে বলে জানান তিনি।

তবে স্থানীয় পুলিশের মুখপাত্র বিস্ফোরণে ৫ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য ও অপর চারজন বেসামরিক লোক। এছাড়া আরো ১২ জন আহত হয়েছে, যাদের মধ্যে ৫ জন পুলিশ বলে জানান তিনি।

বোকো হারাম প্রথমে শান্তিপূর্নভাবে কার্য্যক্রম চালালেও ২০০৯ সালে এক ঘটনায় সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের শতাধিক সদস্য নিহত হলে সহিংসতার রাস্তা বেছে নেয় তারা। পরবর্তীতে সংগঠনের  প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ পুলিশি হেফাজতে নিহত হলে সহিংসতার মাত্রা আরও তীব্র হয়।

গত বছর রাজধানী আবুজায় অবস্থিত জাতিসংঘ কার্য্যালয় এবং পুলিশ সদর দপ্তরেও বোমা হামলা চালায় তারা। সম্প্রতি গ্রুপটির মুখপাত্র এক বিবৃতিতে সরকারের সঙ্গে সব ধরণের আলোচনায় বসার সম্ভাবনাকে নাকচ করে দেন।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, জুন ০৮, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।