ঢাকা : বন্দুকধারীদের অতর্কিত হামলায় আইভরিকোস্টে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সাত সেনা নিহত হয়েছে। নিহতদের সবাই নাইজার থেকে আগত বলে নিশ্চিত করেছে জাতিসংঘ।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন গত শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘স্থানীয় তাই এবং পারা গ্রামে তারা দায়িত্বরত ছিল। এসব এলাকায় বেসামরিক লোকদের ওপর বিদ্রোহীদের আক্রমণ ঠেকাতে শান্তিরক্ষী বাহিনীর সেনারা নিয়োজিত ছিল। ’
জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। নাইজেরীয় সেনাদের নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘এসব সাহসী সেনারা শান্তি রক্ষা করতে গিয়েই মৃত্যুবরণ করেছে। এমন করুণ মৃত্যুর পরও সেনারা সাহসিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আমি সবসময় তাদের সাথে আছি। ’
এ সময় বান ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনার জন্য আইভরিকোস্টের সরকারের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, ২০০৩ সাল থেকে আইভরিকোস্টে ইউএনওসিআই নামের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম শুরু করে।
বর্তমানে সেখানে প্রায় ১১ হাজার সেনা, সেনা পর্যবেক্ষক এবং পুলিশ সদস্য কর্মরত রয়েছে।
দায়িত্ব পালনকালে গত শুক্রবার পর্যন্ত আইভরিকোস্টে শান্তিরক্ষী বাহিনীর ৬০ জন সেনা, ১৫ জন পুলিশ, ১ জন সেনা পর্যবেক্ষক এবং ১৪ জন আন্তর্জাতিক ও স্থানীয় কর্মীর মৃত্যু হয়েছে বলেছে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুন ০৯, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর