ঢাকা: ভারতের লাদাখ অঞ্চলে খারদুং লা পার্বত্য এলাকায় ভূমিধ্বসে আটকে পড়া ৪শ’ পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী।
উদ্ধারকৃতদের সবাই নারী ও শিশু বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
অসময়ের বৃষ্টি আর তুষারপাতের কারণে সংঘটিত ভূমিধ্বসে লাদাখের খারদুং লার লে-নুব্রা সড়কের প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে এসব পর্যটক আটকা পড়ে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
গত শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের যৌথ প্রচেষ্টায় দেড়শ’ গাড়িসমেত ৪শ` জন পর্যটককে উদ্ধার করা হয়। তবে ১৫ টি গাড়িতে আরো ৫০ জন পর্যটক এখনো আটকা পড়ে আছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ১৮ হাজার ৩শ’ ৮০ ফুট উচ্চতায় অবস্থিত খারদুং লা পৃথিবীর সবচে উঁচু গিরিপথ হিসেবে পরিচিত। উচ্চতা আর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে লাদাখের এই অঞ্চল পর্যটকদের আকর্ষণের অন্যতম স্থান হিসেবে খ্যাতি পেয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ০৯, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর