ঢাকা: জরুরি অবস্থা, অস্বাভাবিক পরিস্থিতি বা জনস্বার্থে কোনো ওষুধের সস্তা সংস্করণ উৎপাদনের অনুমতি দিয়ে আইন করেছে চীন।
চীনের মেধাস্বত্ব আইন সংশোধন করে সম্প্রতি উৎপাদনকারীদের সস্তা ওষুধ বাজারজাত করার অনুমতি দিয়েছে।
বিদেশি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ব্যাপকভাবে বাজার দখলের প্রেক্ষিতে চীন এ ধরনের সিদ্ধান্ত নিল। অবশ্য কয়েকমাস আগে ভারতও এ ধরনের উদ্যোগ নিয়েছে।
চীনের সংশোধিত মেধাস্বত্ব আইনের আওতায় কোনো কোম্পানি প্যাটেন্টেড কোনো ওষুধের সস্তা সংস্করণ উৎপাদন করতে চাইলে অবশ্যই লাইসেন্স করতে হবে। লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি কোনো প্রদেশের জরুরি অবস্থা, অস্বাভাবিক পরিস্থিতি এবং জনস্বার্থে সস্তায় ওষুধ উৎপাদন ও বাজারজাত করার অনুমতি পাবে।
এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অন্তর্ভূক্ত দেশে জনস্বাস্থ্যের স্বার্থে এসব ওষুধ রপ্তানি করতে বলতে পারবে সরকার।
চীনের রাষ্ট্রীয় মেধাস্বত্ব কার্যালয় জানিয়েছে, গত ১ মে থেকেই এ আইন কার্যকর করা হয়েছে। তবে ইচ্ছুক কোম্পানিকে অবশ্যই এর জন্য লাইসেন্স করতে হবে।
প্রসঙ্গত, গত মার্চে ব্যায়ার কোম্পানির ক্যান্সারের ওষুধ ‘সেক্সাভার’র সস্তা সংস্করণ উৎপাদনের জন্য দেশীয় নাটকো ফার্মাকে অনুমতি দিয়েছে ভারত সরকার।
এমন উদ্যোগের ফলে ক্যান্সার, এইডসের মতো মারাত্মক ব্যাধিগুলোর ব্যয়বহুল ওষুধ তৃতীয় বিশ্বে সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুন ০৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর