ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জাতিসংঘে পর্যবেক্ষক স্ট্যাটাস ত্যাগের হুমকি ফিলিস্তিনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, জুন ৯, ২০১২
জাতিসংঘে পর্যবেক্ষক স্ট্যাটাস ত্যাগের হুমকি ফিলিস্তিনের

ঢাকা: ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু না হলে জাতিসংঘে নিজেদের অবস্থান স্থায়ী পর্যবেক্ষক থেকে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদায় উন্নীত করার চেষ্টা করবে বলে হুমকি দিয়েছে ফিলিস্তিন।

গত শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া হলাঁদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ কথা বলেন।

 

পূর্ণ সদস্যপদ পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা নিরাপত্তা পরিষদে গেলাম। কিন্তু প্রয়োজনীয় ভোট পেলাম না। ’

‘এখন আমরা যদি শান্তি আলোচনায় ফিরে যেতে না পারি তাহলে অবশ্যই অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেতে সাধারণ পরিষদে যাব- যেমনটি ভ্যাটিকেন পেয়েছে। ’- বলেন আব্বাস।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদে কোনো ভেটো দেওয়ার নিয়ম নেই। তাই ফিলিস্তিন স্থায়ী পর্যবেক্ষক থেকে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদায় উন্নীত হতে গেলে নিঃসন্দেহে সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হবে।

তবে এ মর্যাদা পেলেও জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট দেওয়ার ক্ষমতা পবে না ফিলিস্তিন। কিন্তু তারা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থায় যোগ দেওয়া ও সবচে গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে পারবে।

এ মর্যাদার দাবি নিয়ে সাধারণ পরিষদে কবে যাবেন সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলেননি আব্বাস। সেই সঙ্গে তিনি স্বীকার করেছেন, এ প্রক্রিয়া সহজ হবে না। তিনি বলেন, ‘নিশ্চিতভাবে সামনে আমাদের বহু বাধার মোকাবিলা করতে হবে। ’

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে পূর্ণ সদস্যপদের দাবি নিয়ে জাতিসংঘে গিয়েছিল ফিলিস্তিন। তবে যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে নিরাপত্তা পরিষদে গিয়ে তা আটকে যায়।

জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পেতে হলে ফিলিস্তিনকে নিরাপত্তা পরিষদের অনুমোদন পেতে হবে। আর এর জন্য কমপক্ষে নয়টি ভোট পেতে হবে তাকে। কিন্তু কোনো স্থায়ী সদস্য ভেটো দিলে অনুমোদন পাবে না।

এদিকে ফিলিস্তিনিরা বলছে, ইসরায়েল পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে দখলীকৃত জমিতে বসতি নির্মাণ বন্ধ না করলে তারা শান্তি আলোচনায় বসবে না। কিন্তু ইসরায়েল তাদের বসতি নির্মাণ বন্ধ করছে না। এমনকি সম্প্রতি পশ্চিমতীরে আরো তিনশ’ বাড়ি নির্মাণের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুন ০৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।