ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তালেবান হামলায় চার ন্যাটো সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, জুন ৯, ২০১২
তালেবান হামলায় চার ন্যাটো সেনা নিহত

ঢাকা: তালেবান যোদ্ধাদের হামলায় আফগানিস্তানে মোতায়েন বিদেশি বাহিনীর চার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ন্যাটো কর্তৃপক্ষ। শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় কাপিসা প্রদেশের এই হামলা সংঘটিত হয় বলে জানায় তারা।

ন্যাটো নিহত সেনাদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও, নিহতরা সবাই ন্যাটোর ফরাসি কন্টিনজেন্টের সদস্য বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে আফগান কর্তৃপক্ষ ।

এদিকে তালেবান যোদ্ধারা এই হামলার দায়িত্ব স্বীকার করে এক বিবৃতিতে জানিয়েছে তাদের এক আত্মঘাতী হামলাকারী এই হামলা পরিচালনা করে। বিগত কয়েক সপ্তাহ ধরেই আফগানিস্তানে সহিংসতা অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি আফগানিস্তানে মোতায়েন ১ লাখ ৩০ হাজার বিদেশি সেনার পাশাপাশি পশ্চিমা সমর্থক আফগান বাহিনীর ওপরও হামলা চালানোর অঙ্গীকার ব্যক্ত করে তালেবান যোদ্ধারা।

আফগান কর্তৃপক্ষ জানিয়েছে বোরকা পরিহিত আত্মঘাতী হামলাকারী শনিবার ফরাসি ন্যাটো সেনাদের কনভয়ে হামলা চালায়। আফগানিস্তানে মোতায়েন বিদেশি বাহিনীর সেনাদের মধ্যে ফরাসি বাহিনীর অংশগ্রহণ পঞ্চম বৃহত্তম। প্রায় ৩ হাজার ৩০০ ফরাসি সেনা বর্তমানে আফগানিস্তানে তালেবান বিরোধী অভিযানে নিয়োজিত। ন্যাটো বাহিনীর আফগানিস্তান অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত ৮৭ জন ফরাসি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়:১৬০১ ঘণ্টা, জুন ০৮, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।