ঢাকা: প্রয়াত মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামের কাছে ‘বিপজ্জনক’ তথ্য হস্তান্তরের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) একজন আইনজীবীকে আটক করেছে লিবিয়া।
সাইফ আল ইসলামের মামলার আইনজীবী আহমেদ আল জেহানি যিনি সরকার এবং হেগে আইসিসি’র সঙ্গে যোগাযোগের দায়িত্বে নিয়োজিত তিনি বলেছেন, ‘গত শুক্রবার সাক্ষাতের সময় সাইফকে ওই আইনজীবী কিছু নথিপত্র দেওয়ার চেষ্টা করেন যা তার মামলার সঙ্গে সংশ্লিষ্ট নয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলীয় আইনজীবী মেলিন্ডা টেলর আইসিসির চার আইনজীবী দলের একজন যারা লিবিয়ার প্রধান কৌঁসুলির কাছ থেকে সাইফের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন। গাদ্দাফিপুত্র সাইফ আল ইসলাম বর্তমানে রাজধানী ত্রিপোলির দক্ষিণ-পশ্চিমে জিনতান কারাগারে বন্দি।
জেহানি জানান, আটক ওই নারী আইনজীবীকে জিনতানে জেলবন্দি নয়, গৃহবন্দি করে রাখা হয়েছে। তাকে এখন কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করছে।
উল্লেখ্য, গত বছর লিবিয়াতে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে গাদ্দাফির ৪০ বছরের শাসনের পতন ঘটে। পরে বিদ্রোহীদের হাতে গাদ্দাফির মৃত্যু হয় এবং গত ১৯ নভেম্বর আটক হন সাইফ। এরপর থেকেই তিনি জিনতান কারাগারে বন্দি জীবনযাপন করছেন।
সাইফ এবং গাদ্দাফির গোয়েন্দা প্রধান আবদুল্লাহ সানুসিকে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের জন্য হেগে নিতে চায় আইসিসি। কিন্তু লিবিয়া কর্তৃপক্ষ তাদের বিচার দেশের মাটিতেই করতে চাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুন ০৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর