ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানের পাঞ্জাবে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, জুন ৯, ২০১২
পাকিস্তানের পাঞ্জাবে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

ঢাকা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। পাঞ্জাবের বাখার শহরের কাছাকাছি এলাকায় মিয়ানওয়ালি-মুজাফফরগড় সড়কে দু’টি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেল জানায়, গ্যারিসন শহর রাওয়ালপিন্ডি থেকে বাখারগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে কমপক্ষে ১২ জন নিহত ও ২৫ জন আহত হওয়ার খবর নিশ্চিত করে তারা। হতাহতদের বেশিরভাগই বাখার জেলার তেহসিল দারা খান অঞ্চলের বাসিন্দা বলে জানিয়েছে চ্যানেলটি।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন, অতিরিক্ত গতিতে চলার কারণেই এই দুর্ঘটনা ঘটে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালনার কারণে পাকিস্তানের সড়কগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৮৫৪, জুন ০৮, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।