ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সাইবার অস্ত্রের ব্যাপারে সতর্কবাণী শোনালেন বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, জুন ৯, ২০১২
সাইবার অস্ত্রের ব্যাপারে সতর্কবাণী শোনালেন বিশেষজ্ঞরা

ঢাকা: প্রযুক্তির উত্তরোত্তর উন্নয়নের ফলে ‘স্বয়ংক্রিয় সাইবার অস্ত্র’র নতুন যুগ শুরু হতে যাচ্ছে এমন সতর্কবার্তা দিলেন বিশ্বের আইটি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

‘প্রযুক্তির এমন দ্রুত উন্নয়নের ফলে সাইবার অস্ত্র এতটাই শক্তিশালী হয়ে উঠবে এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে যা কার্যত নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হবে।

পাশাপাশি সাইবার অস্ত্রের ব্যবহারকারীদের সনাক্ত করা বা কোনো স্পাইওয়্যার ও ম্যালওয়্যারে নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হতে খোদ ব্যবহারকারীও ব্যর্থ হবেন। ’  -গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ন্যাটো সাইবার ডিফেন্স সেন্টারের চতুর্থ বার্ষিক অধিবেশনে আইটি বিশেষজ্ঞ এন তায়ুগু এসব কথা বলেন।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, স্টাক্সনেট বা ফ্লেমের মতো শক্তিশালী ম্যালওয়্যারগুলোকে ঠেকাতে উদ্ভাবিত সফটওয়্যারগুলোও হয়ত স্বাধীনভাবে এবং নিজেদের মধ্যে দ্বান্দ্বিক আচরণ করতে পারে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

সফটওয়্যারগুলোর এহেন আচরণ আইটি বিশেষজ্ঞদের জন্যও হুমকি হয়ে দাঁড়াবে বলে জানালেন ন্যাটো সাইবার ডিফেন্স সেন্টারের প্রধান ইলমার তাম।

তবে সাইবার যুদ্ধে ‘অপপ্রচার’ সবচে শক্তিশালী অস্ত্র বলে মন্তব্য করেছেন অধিবেশনে উপস্থিত মার্কিন সাইবার প্রতিরক্ষা বিশেষজ্ঞ কেনেথ গিয়েরস।

বার্ষিক অধিবেশনে সাইবার প্রতিরক্ষা ব্যবস্থায় চীন ও রাশিয়ার অগ্রগতির প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়। বলা হয়, এ দুই দেশ সাইবার নিরাপত্তার ব্যাপারে চরম উন্নতি করেছে এবং করছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ০৯, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।