ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় অস্ত্র সরবরাহ করছে রাশিয়া: হিলারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৫, জুন ১৩, ২০১২
সিরিয়ায় অস্ত্র সরবরাহ করছে রাশিয়া: হিলারি

ঢাকা: সিরিয়ায় যুদ্ধে ব্যবহার উপযোগী হেলিকপ্টার সরবরাহ করছে রাশিয়া এমন সন্দেহ করছে যুক্তরাষ্ট্র। সিরীয় বিদ্রোহীদের শান্তিপূর্ণ সমাবেশে রাশিয়ার সরবরাহকৃত এসব হেলিকপ্টারের অপপ্রয়োগ ঘটবে এমন আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।



উল্লেখ্য, জাতিসংঘের হিসেব মতে, ২০১১ সালের মার্চে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে চলমান সহিংসতায় এ পর্যন্ত প্রায় ১০ হাজার লোক নিহত হয়েছে।

রাশিয়ার অস্ত্র সরাবরাহের ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, ‘সম্প্রতি আমরা জানতে পেরেছি, রাশিয়া থেকে সিরিয়ায় হেলিকপ্টার সরবরাহ করা হচ্ছে। এর ফলে সিরিয়ার চলমান সহিংসতা নাটকীয় মোড় নেবে। ’

হিলারি এ সময় আরো বলেন, সিরিয়ায় সব রকম যুদ্ধাস্ত্র সরবরাহ বন্ধ করুক রাশিয়া এমনটাই চাইছে যুক্তরাষ্ট্র ।

অপরদিকে পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জন কিরবি জানান, ‘সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে এ ধরনের হেলিকপ্টার ব্যবহারের কোন খবর তাদের কাছে নেই। ’

তবে রাশিয়া থেকে সিরিয়ায় হেলিকপ্টার সরবরাহের ব্যাপারে কোন খবর নিশ্চিত করতে অস্বীকৃতি জানান তিনি।

এদিকে রাশিয়া বরাবরই যুদ্ধাস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করে আসছে। গত সপ্তাহে জার্মানির এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবহারযোগ্য কোন অস্ত্র আমরা সরবরাহ করছি না। ’

জানা যায়, ২০০৭ সালের চুক্তি অনুসারে সিরিয়ায় বাস্তিওঁ নামের উপসাগরীয় ক্ষেপণাস্ত্র এবং বাক নামের ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে রাশিয়া।

প্রসঙ্গত, রাশিয়ায় নির্মিত অস্ত্রের সবচেয়ে ক্রেতা হচ্ছে সিরিয়া। সিরিয়ায় অস্ত্র সরবরাহের উপর জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধেও জোরালো অবস্থান নেয় রাশিয়া। ৎ

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।