ঢাকা: ইরাকের হিলা শহরে দু’টি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৪১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার রাজধানী বাগদাদের একশ’ কিলোমিটার দক্ষিণে হিলা শহরে একটি রেস্টুরেন্টের কাছে দু’টি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শিয়া পুন্যার্থীদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। এসময় শিয়া ধর্মগুরু ইমাম কাদুমের মৃত্যু বার্ষিকী স্মরণে শিয়ারা ওই পথ দিয়ে বাগদাদের উদ্দেশে যাচ্ছিল বলে জানিয়েছেন পুলিশ।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর