ঢাকা: বিতর্কিত শিল্প প্রদর্শনীকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতি সামাল দিতে তিউনিসিয়ার রাজধানীসহ তিউনিসসহ আটটি এলাকায় সকাল-সন্ধ্যা কারফিউ জারি করেছে সেখানকার সরকার।
বিক্ষোভকারীদের আচরণকে সন্ত্রাসবাদী অ্যাখ্যা দিয়ে ঘটনার তীব্র নিন্দা জানায় তিউনিসিয়ার সরকার।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘গ্রেফতারকৃতদের ২০০৩ সালের সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিয়ে আসা হবে এবং বিচার করা হবে। ’
এদিকে সহিংস ঘটনার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে সালাফি মুসলিম সম্প্রদায়। তারা এ সপ্তাহের শুক্রবারে নামাজের পর প্রতিবাদের আয়োজন করছে বলে জানা যায়।
জানা যায়, রাজধানীতে এক শিল্প প্রদর্শনীকে ঘিরে অতি রক্ষণশীল সালাফি মুসলিম সম্প্রদায়ের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। প্রদর্শনীর কিছু শিল্পকর্ম ইসলামকে হেয় করছে এমন অভিযোগে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
এ সময় রাজধানীর বিচারালয়, সরকারি ভবন এবং পুলিশ স্টেশনে আক্রমণ চালায় বিক্ষুব্ধরা। তাদের আক্রমণে বেশ কিছু পুলিশ আহত হয় বলে জানা যায়।
ক্রমে এ সহিংসতা আবাসিক এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ে বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়। বিক্ষোভকারীরা এ সময় বিভিন্ন দোকানে লুটপাট চালায় বলে অভিযোগ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই সরকার রাজধানীসহ আটটি এলাকায় কারফিউ জারি করেছে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর