ঢাকা: সপ্তাহব্যাপী প্রচেষ্টার পর অবশেষে সিরিয়ার সংঘাত বিধ্বস্ত আল হিফা শহরে প্রবেশ করতে সক্ষম হয়েছে জাতিসংঘ পর্যবেক্ষক দল। বাশার বিরোধীদের নিয়ন্ত্রণ থেকে শহরটিকে দখলে নিতে এতদিন সেখানে সংর্বাত্মক অভিযান পরিচালনা করে সিরীয় সেনাবাহিনী।
সংঘর্ষে শহরটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা। শহরের অধিকাংশ ভবন বোমায় বিধ্বস্ত এবং বেশিরভাগ দোকানপাট লুটপাটের শিকার হয়েছে বলে উল্লেখ করেন তারা।
শহরের অলিতে গলিতে ধ্বংস হওয়া গাড়ি এবং শহরের বাতাসে মৃতদেহের গন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান তারা। উল্লেখ্য, জাতিসংঘ পর্যবেক্ষকদের শহরে প্রবেশের একদিন আগে সেখানে অভিযান সমাপ্ত ঘোষণা করে বাশার আসাদের বাহিনী। এর আগে শহরটি বাশার বিরোধীদের নিয়ন্ত্রণে ছিলো।
পর্যবেক্ষকরা গত এক সপ্তাহ ধরেই শহরটিতে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে সংঘর্ষ চলায় প্রবেশে সক্ষম হননি তারা। আল হিফার প্রায় সব সরকারি অবস্থান ধ্বংস স্তুপে পরিণত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। শহরের প্রধান হাসপাতাল পুরোপুরি ভস্মীভূত হয়েছে। অন্যান্য সরকারি অফিস এবং ক্ষমতাসীন দলের কার্য্যালয়ও বিধ্বস্ত হয়েছে। শহর পরিদর্শনের পর জাতিংঘের পর্যবক্ষক দলের মুখপাত্র জানান শহরের বাতাসে মৃতদেহের গন্ধ পাওয়া যাচ্ছে।
সংঘর্ষে মৃতের সংখ্যা এখনও পুরোপুরি জানা যায়নি তবে পর্যবেক্ষক দলের মুখপাত্র জানান জাতিসংঘ মিশন শহরে প্রবেশের আগেই মৃতদেহগুলো হয় সরিয়ে ফেলা হয়েছে নয়তো এুগুলোকে মাটিতে পুঁেত ফেলা হয়েছে বলে ধারণা করছেন তারা।
এদিকে প্রায় সমগ্র সিরিয়া জুড়েই সংঘর্ষ হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। সমুদ্রতীরবর্তী লাটাকিয়া প্রদেশের পার্বত্য এলাকায় ব্যাপক সংঘর্ষ চলছে বলে জানিয়েছে জাতিসংঘ পর্যবেক্ষকরা।
বিরোধী রাজনৈতিক কর্মীরা জানিয়েছেন সিরিয়ায় বৃহস্পতিবার ৪০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন। সিরীয় বাহিনী ট্যাংক, মর্টার এবং হেলিকপ্টার নিয়ে মধ্যাঞ্চলীয় শহর রাস্তান , দামেস্কের শহরতলী দোমা, মধ্যাঞ্চলীয় নগরী হোমস এবং উত্তরাঞ্চলীয় তুর্কি সীমান্ত সংলগ্ন শহর আনাদান ও রিতানে হামলা চালিয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জুন ১৫, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর