ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পেরুতে নিখোঁজ বিমানের হদিস মিলেছে, আরোহী ১৪ জনই নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪২, জুন ১০, ২০১২
পেরুতে নিখোঁজ বিমানের হদিস মিলেছে, আরোহী ১৪ জনই নিহত

ঢাকা: পেরুর দক্ষিণাঞ্চলে নিখোঁজ হয়ে যাওয়া হেলিকপ্টারটি দূরবর্তী পার্বত্য এলাকায় বিধ্বস্ত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। আরোহী সবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পেরুর পুলিশ।



গত বুধবার আমাজন অঞ্চলের মাদ্রে দে দিওস থেকে সুসকোর উদ্দেশ্যে রওনা হবার পর হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়। মামারোসা পর্বতের নিকটবর্তী এলাকায় প্রায় ১৬ হাজার ফুট উঁচুতে বিধ্বস্ত অবস্থায় বিমানটি খুঁজে পেয়েছে উদ্ধারকারী দল।

দুর্ঘটনায় নিহত ১৪ জনের মধ্যে ৮ জন দক্ষিণ কোরীয়সহ নেদারল্যান্ড, সুইডেন, চেক রিপাবলিক এবং পেরুর নাগরিক ছিলেন। নিহতদের মধ্যে পেরুর দুই জন বৈমানিকও ছিলেন বলে জানা যায়।

পুলিশ কমান্ডার রাউল আইবার জানান, ‘বিমানটি ঘটনাস্থলে আছড়ে পড়ার পর বিস্ফোরিত হয়। বিস্তীর্ণ এলাকা জুড়ে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। ’

বৃষ্টি ও তুষারপাত সত্ত্বেও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুন ১০, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।