ঢাকা: চরম অর্থনৈতিক মন্দা কাটাতে ইউরোজোন উদ্ধার তহবিল থেকে ১২ হাজার ৫শ’ কোটি ডলার ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন।
ইউরোজোনের শনিবারের এক জরুরি বৈঠকে স্পেনের এ সিদ্ধান্তের ব্যাপারে মতৈক্যে পৌঁছেন ইউরোজোনভূক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা।
অর্থনৈতিক অচলাবস্থা কাটাতে তাদের এ ঋণ গ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্তিন লেগার্দ বলেন, ‘স্পেনের ব্যাংকগুলোর প্রয়োজন অনুসারে অর্থের যোগান নিশ্চিত করা হবে। ’
ইউরোগ্রুপের অন্য সদস্য রাষ্ট্রগুলোতেও গৃহীত ঋণের যথাযথ প্রয়োগ ও প্রয়োজনীয় পর্যবেক্ষণ সাপেক্ষে নিয়মিত প্রতিবেদন দাখিলের মধ্য দিয়ে তাদের সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়েছে আইএমএফ।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে মানুয়েল বারোসো বলেন, ‘আশা করছি স্পেন তার ব্যাংকগুলোর পুনর্গঠন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পর্যায়ক্রমে বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সমর্থ হবে। এর মধ্য দিয়ে তারা টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাবে এবং কর্মসংস্থানের বাজারেও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। ’
স্পেনের অর্থমন্ত্রী লুই দি গুইনদোস বলেছেন, ‘এ ঋণ তাদের অর্থব্যবস্থার উন্নয়নে সহায়ক হবে। তবে তার মানে এই নয় যে তারা আমাদের উদ্ধার করছে। ’
ঋণ প্রদানের ফলে স্পেনের দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলো আবার উৎসাহ ফিরে পাবে বলে মন্তব্য করেছেন গুইনদোস।
স্পেনকে ঠিক কী পরিমান ঋণ দেওয়া হবে তা নির্ধারণ করার জন্য সেখানকার ব্যাংকগুলোতে দু’দফা নিরীক্ষা পরিচালিত হবে। চলতি মাসের শেষ দিকে এ নিরীক্ষা শেষ হবে বলে জানা গেছে।
ইউরোপিয়ান ফিনানসিয়াল স্টেবিলিটি ফ্যাসিলিটি এবং ইউরোপিয়ান স্টেবিলিটি মেকানিজম নামের দু’টি তহবিল থেকে স্পেনসহ অন্য সদস্য রাষ্ট্রগুলোকে ঋণ দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জুন ১০, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর