ঢাকা: টিউশন ফি বৃদ্ধির প্রতিবাদে গত শনিবার কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিল শহরে ব্যাপক ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কার রেস প্রতিযোগিতা বা ফরমুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স আয়োজনের বিরুদ্ধেও প্রতিবাদ করা হয়।
পুলিশ জানায়, বিক্ষোভ মিছিল প্রথমে শান্তিপূর্ণই ছিল। এতে পাঁচশ’ মানুষ অংশ নেয় যাদের বেশিরভাগই শিক্ষার্থী। কিন্তু র্যালিটি যখন ক্রিসেন্ট স্ট্রিট এবং ফরমুলা ওয়ান অনুষ্ঠান এলাকায় যায় তখন পুলিশ তাদের বাধা দেয়। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ করে দিতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।
মন্ট্রিল পুলিশের গণমাধ্যম বিভাগ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। এবং রাতে আরো আটক করা হতে পারে বলে জানানো হয়েছে।
বিক্ষোভ থেমে যাওয়ার পর রাস্তায় জানালার কাচ ভাঙা পুলিশের তিনটি গাড়ি এবং নানা ধরনের ব্যানার পড়ে থাকতে দেখা গেছে।
এদিকে একই দিন গ্র্যান্ড প্রিক্সের বাইরে থেকে তিন জন প্রতিবাদকারীকে আটক করে পুলিশ।
উল্লেখ্য, রোববার অনুষ্ঠেয় ফরমুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সকে ‘অভিজাতদের ব্যাপার’ বলে অভিহিত করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে সরকারের টিউশন ফি বাড়ানোর পরিকল্পনা প্রতিহত করতে প্রতিবাদ বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে তারা।
কানাডা সরকারের বার্ষিক টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে গত সপ্তাহে ছাত্র ইউনিয়নগুলো গ্র্যান্ড প্রিক্সকে টার্গেট করার সিদ্ধান্ত নেয়। তাদের দাবির প্রতি গ্র্যান্ড প্রিক্সে আসা আন্তর্জাতিক গণমাধ্যম এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতেই শনিবারের বিক্ষোভ আয়োজন করা হয়।
তবে এর আগে গত ফেব্রুয়ারিতেও শিক্ষার্থীরা একই দাবিতে ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসে। প্রায় এক লাখ ৬৫ হাজার শিক্ষার্থী ক্লাস বর্জনের ঘোষণা দেয়। সেসময় একদিন রাতের বেলা ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী রাস্তায় বিক্ষোভ করলে কয়েকশ’ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুন ১০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর