ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জনপ্রিয়তায় ছেলেকে ছাড়িয়ে প্রিন্স চার্লস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, জুন ১০, ২০১২
জনপ্রিয়তায় ছেলেকে ছাড়িয়ে প্রিন্স চার্লস

ঢাকা: ব্রিটেনের রাজমুকুট প্রিন্স চার্লসের মাথায়ই দেখতে চায় ব্রিটিশরা। ইউগভ নামে একটি প্রতিষ্ঠানের পরিচালিত জরিপের ফলাফলে দেখা যায়, ব্রিটিশ সিহংহাসনের উত্তরাধিকারী হিসেবে সাধারণ মানুষ ছেলে প্রিন্স উইলিয়ামসকে নয় বরং চার্লসকেই পছন্দ করছে।



রাণী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহনের হীরকজয়ন্তী পালন অনুষ্ঠানের রেশ থাকতেই পরিচালিত জরিপের ফলাফল রোববার প্রকাশ করেছে সাপ্তাহিক সানডে টাইমস।

জরিপের ফলাফলে দেখা যায়, ৪৪ শতাংশ উত্তরদাতা রাণী দ্বিতীয় এলিজাবেথের যোগ্য উত্তরসূরী হিসেবে তার ছেলে প্রিন্স চার্লসকে ব্রিটিশ সিংহাসনে দেখতে চায়।

অপরদিকে ৩৮ শতাংশ উত্তরদাতা চার্লসের ছেলে উইলিয়ামের পক্ষে ভোট দিয়েছেন।

রাণীর হীরকজয়ন্তী উৎসবের আগে পর্যন্ত এ চিত্র ছিল অন্য রকম। উৎসব চলাকালে অসুস্থ বাবা প্রিন্স ফিলিপের পাশে চার্লসের অবস্থানই তার ভোট ব্যাংকে ইতিবাচক পরিবর্তন এনেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

উল্লেখ্য, ৯০ বছর বয়স্ক ফিলিপ উৎসবের সময় মূত্রথলিতে সংক্রমণের কারণে হাসপাতালে যেতে বাধ্য হন। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার হাসপাতাল থেকে ছাড়া পান ফিলিপ। আর রোববার তার ৯১তম জন্মদিন।

অসুস্থতার রেশ ধরে ফিলিপের জনপ্রিয়তাও বেড়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জরিপে উত্তরদাতাদের ৫৮ শতাংশ প্রিন্স ফিলিপকে ব্রিটিশ রাজবংশের জন্য সম্পদ বলে মনে করে। অথচ উৎসবের আগ পর্যন্ত এ জনপ্রিয়তার হার ছিল ৪৭ শতাংশ।

এদিকে প্রিন্স উইলিয়ামের জনপ্রিয়তা বাড়তে থাকে কেট মিডলটনের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে। গত বছর এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন প্রিন্স উইলিয়াম।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুন ১০, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।